ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে হত্যামামলার আসামি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার

নুর মোহাম্মদ:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকা থেকে হত্যামামলার এজাহারভুক্ত আসামী মোহাম্মদ আলম (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। সে হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফুলের ডেইল এলাকার মৃত পেটান আলীর পুত্র। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ আগষ্ট, শনিবার এসব তথ্য জানা গেছে।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ আগষ্ট র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী মোহাম্মদ আলম (২০) কে গ্রেফতার করে। জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যা মামলার সাথে জড়িত বলে জানা যায় এবং গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়। গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামীকে পূর্বের মামলায় টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪