ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আরসা সন্ত্রাসী সাদেক অস্ত্রসহ গ্রেপ্তার

কোহিনূর হেলাল, কক্সবাজার :

 

গত ২৩ নভেম্বর (বৃ্হস্পতিবার) আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আনোয়ার সাদেককে গ্রেফতার করে ১৪ এপিবিএন। আসামী সাদেক রোহিঙ্গা ক্যাম্প -৪), ব্লক -সি/৩ এর বাসিন্দা মৃত নূর মোহাম্মদের পুত্র।

 

এপিবিএন জানায়, বৃহস্পতিবার বিকেলে ইরানী পাহাড় ক্যাম্প মোবাইল টিমের গোপন তথ্যের ভিত্তিতে ১৪ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার ও ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প কমান্ডার অংশু কুমার দেব’ র নেতৃত্বে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প-৪,মেইন ব্লক -সি, সাব-ব্লক-সি/১৮ এর জনৈক রোহিঙ্গা দিল মোহাম্মদ বুড়া’র দোকান সংলগ্ন ঝোপঝাড় হতে আসামী রোহিঙ্গা আনোয়ার সাদেক (৩০) কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড রাইফেলের গুলি এবং ১টি কালো ব্যাগ উদ্ধার করা হয়।

 

এ সংক্রন্তে অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(চ) ধারায় মামলা রুজু করা হয়েছে। ২৪ নভেম্বর (শুক্রবার) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন এর সহ-অধিনায়ক মোঃ সাইফুজ্জামান।