ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রেনেড হামলা দিবসে চন্দনাইশ উপজেলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আমিনউল্লাহ টিপু, চন্দনাইশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে বিদ্যালয় সামনে একটি বিক্ষোভ মিছিল করে গাছবাড়িয়া খাঁনহাটে গিয়ে শেষ হয়।

 

সোমবার বিকালে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ২০০৪ সালের ২১শে আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। নেতারা বেগম আইভি রহমানসহ নিহত ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী।

 

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা,
উপজেলা আ’লীগ সহ-সভাপতি যথাক্রমে আবুল বশর ভূইয়া, আবদুল মালেক রানা, এম কায়ছার উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলী, ধর্ম বিষয়ক এড. সিরাজুদ্দৌল্লা, দোহাজারী পৌরসভার মেয়র লোকমান হাকিম, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল আলিম, হাশিমপুর ইউপি চেয়ারম্যান খোরশেদ বিন ইসহাক, বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম, চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম চৌধুরী, মক্কা আ’লীগের সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মুরিদুল আলম মুরাদ, যুগ্ম আহবায়ক এএসএম মুছা তছলিম, বৈলতলী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আকতার হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন মহিলা লীগের লিপি আকতার,

চন্দনাইশ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর এম. লোকমান হাকিম, চন্দনাইশ পৌরসভা সেচ্ছাসেবক লীগের সভাপতি কে.এম আবছার উদ্দিন, সাধারণ সম্পাদক অজয় দত্ত, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবিদুল ইসলাম চৌধুরী সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ সময় ২১ আগস্ট গ্ৰেনেড হামলার ঘটনার জানিয়ে বক্তারা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যে ছিল জিয়াউর রহমান আর ২১ আগস্ট গ্ৰেনেড হামলার নেপথ্যে ছিল তার পুত্র তারেক রহমান। তাই এঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪