ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে পথচারী রোজাদারদের মাঝে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ইফতারী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

আর্তমানবতার সেবায় নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন মোঃ মাসুদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে মৌলভীবাজারে পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেনীপেশার পথচারী রোজাদারদের মাঝে ইফতারী বিতরণ করা হয়েছে।

 

রবিবার (৩১ মার্চ) ২০ রমাদান বিকালে মৌলভীবাজার পৌর শহরের কুসুমবাগ পয়েন্ট, বেরিরপাড় পয়েন্ট, শাহ্ মোস্তফা (রহ.) মাজার এলাকা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রান্না করা মজাদার ভুনা খিচুড়ি ও বোতলজাত পানি পথচারী রোজাদারদের মাঝে বিতরণ করে মোঃ মাসুদ ফাউন্ডেশনের সদস্যরা।

 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ এর সাথে ইফতারী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রুমান, মোঃ রুশেদ আলম, শিপন আহমদ, সদস্য এমদাদুল হক শাহ আলম, বদরুল আহমদ, নাদিম মোহাম্মদ, আলমগীর মিয়া, খোকন মিয়া, সংবাদ মিয়া, ফাইম আহমদ, ওমর সানি।

 

এসময় সদ্য বিলুপ্ত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্নু উপস্থিত ছিলেন।

 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ বলেন, শুধু ইফতারী বিতরণ-ই নয়, যেকোন সময় দেশের মানুষের জন্য কাজ করার অঙ্গিকার নিয়ে মোঃ মাসুদ ফাউন্ডেশন সবার পাশে থাকবে।