ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একজন ইয়াবা ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে ৩ হাজার ৫শ ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

কক্সবাজার পৌরসভার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় বৃহস্পতিবার ২২ জুন রাতে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া গ্রামের মৃত গুরা মিয়ার পুত্র নুরুল ইসলাম (৩০)।

গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় ডিবির উপপরিদর্শ (এসআই) সুজন কান্তি বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ হাজার ৫শ ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে জানা গেছে।

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪