ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে দুইজন মাদককারবারীকে ৬০ লাখ টাকা মুল্যের ইয়াবাসহ নোহা জব্দ করেছে পুলিশ

নুর মোহাম্মদ, কক্সবাজার:

কক্সবাজারের রামু থানা পুলিশের অভিযানে ৬০ লাখ টাকা মুল্যের ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
এ সময় দুইজন মাদককারবারী ২০ হাজার পিস ইয়াবাসহ পাচার কাজে ব্যবহৃত একটি এক্স নোহা হাইব্রিড (চট্রমেট্রো-চ-১১-৮৯০১) জব্দ করা হয়।

 

শনিবার ৪ মে দুপুরে রামু উপজেলা পরিষদ এলাকার হোটেল শেরাটনের সামনে থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের দেওয়ানের নেতৃত্বে রামু থানার একদল পুলিশ উপ-পরিদর্শক আবুল কাওসার, পুলিশ উপ- পরিদর্শক আল আমিন, পুলিশ উপ-পরিদর্শক অসীম চন্দ্র ধরসহ মাদক বিরোধী অভিযানে অংশ নেন।

 

গ্রেফতার মাদক কারবারী হলো কক্সবাজার বাসটার্মিনালস্থ পশ্চিম লারপাড়া এলাকার মতিউর রহমানের পুত্র জাহেদ হাসান রাশেল (৩০), কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের নতুন বাহার ছড়া এলাকার অর্জিত শর্মার পুত্র লিটন শর্মা।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় রামু উপজেলাস্থ প্রধান সড়কের হোটেল শেরাটন সামনে হতে একটি নোহা গাড়ি থেকে সন্দেহজনক দুই জনকে গ্রেফতার করে।

 

পরে তাদের দেহ ও গাড়ি তল্লাশী করে সিটের ভিতরে লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে। রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেন।