ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসরায়েলে ৭৫ রকেট হামলা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলে ৭৫টি রকেট ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও দাবি করেছে, তাদের নিক্ষিপ্ত এসব রকেট ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এ হামলায় দুজন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তারা উত্তরের শহর সাফেদের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

লেবাননের সংবাদমাধ্যমের তথ্যানুসারে, ইসরায়েল এর আগে লেবাননে বেশ কয়েকটি বিমান হামলা চালানোর পর একজন হিজবুল্লাহ সদস্যসহ তিনজন নিহত হন। ওই হামলার জেরে এ রকেট হামলা চালানো হয়।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি জানিয়েছে, হিজবুল্লাহ গত সাত মাস ধরে ইসরায়েলের সীমান্তে নিয়মিত বিক্ষিপ্তভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছিল, তবে বৃহস্পতিবার ইসরায়েলি আকাশসীমা ভেদ করে এটি তাদের প্রথম সফল ক্ষেপণাস্ত্র হামলা বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি ইসরায়েলের ওপর আক্রমণ জোরদার করেছে হিজবুল্লাহ। বিশেষ করে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলি অনুপ্রবেশের পর থেকে।

হিজবুল্লাহকে অনুসরণকারী লেবাননের রাজনৈতিক বিশ্লেষক ফয়সাল আব্দুল-সাতার বলেছেন, এটি ইসরায়েলি শত্রুকে স্থলে বার্তা পাঠানোর একটি পদ্ধতি, যার অর্থ এটি আমাদের যা আছে তার অংশ এবং প্রয়োজন হলে আমরা আরও হামলা করতে পারি।