ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালীতে পুলিশকে গু’লি করার ঘটনায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

কক্সবাজার অফিস :

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি সড়কে ডাকাতি ও পুলিশের গাড়িতে গুলি করে পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় নজরুল ইসলাম (৩০) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৬ মে) ভোর ৪ টায় ইউনুছখালী স্কুল মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন।

তিনি জানান, মাতারবাড়ি সড়কে ছিনতাই ও ডাকাতি এবং টহলরত পুলিশকে গুলি করার ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় একাধিক টিম অভিযানে ছিলো। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ইউনুছখালী স্কুল মাঠ থেকে ওই ঘটনায় জড়িত নজরুল প্রকাশ টাওয়ার নজরুলকে আটক করে মহেশখালী থানা পুলিশ।

এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক নজরুল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আটক নজরুল কালারমারছড়ার ইউনুছখালী পশ্চিম পাড়া এলাকার কালু মিয়া পুত্র। এর আগে মঙ্গলবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ৯ টায় উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলী সড়কের দারাখাল সেতুর কাছে ছিনতাই ও ডাকাতি করে একদল ডাকাত।

এ সময় রাতে ওই সড়কে টহলরত পুলিশের গাড়ি উদ্দেশ্য করে ডাকাতদল গুলি করলে মনির আহমদ নামে এক পুলিশ সদস্য আহত হয়।