ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অপহরণের ১৭ ঘণ্টা পর স্কুলছাত্র ইমরুল উদ্ধার

কক্সবাজার অফিস :

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ পেট্রোল পাম্পের মালিক, টেকনাফ পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সহসভাপতি ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল টেকনাফ কমিটির সহসভাপতি রবিউল হোসেনের ছেলে, চট্টগ্রাম ইস্পাহানি স্কুলের দশম শ্রেণীর ছাত্র ইমরুল (১৬) অপহরণের ১৭ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত অপহরণকারী রাসেলকে আটক করেছে পুলিশ। আটক করার পর রাসেলের স্বীকারোক্তি পেয়ে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

জানা গেছে, গত ১৫ মে বুধবার সকালে বাসা থেকে বের হয়ে চট্টগ্রাম ইস্পাহানি স্কুলে গেলে আর ফিরেনি স্কুলছাত্র ইমরুল।

বিকেল ৫ টার পর ইমরুল বাসায় আর না ফেরায় ইমরুলের পিতামাতার সন্দেহ হয় তাদের সন্তান অপহৃত হয়েছে।

সীতাকুণ্ড থানায় জিডি করার পর পুলিশের সহযোগিতায় ভোর রাতে রশি দিয়ে বাঁধা অবস্থায় বৃহস্পতিবার (১৬ মে) চট্টগ্রামের অলংকার এলাকার একটি হোটেল থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পরিবার। বর্তমানে ইমরুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

ইমরুলের পিতা রবিউল হোসেন জানান, আল্লাহর রহমতে আমার বড় ছেলে ইমরুলকে গভীর রাতে পেয়েছি। নিখোঁজ হওয়ার পর অসুস্থ শরীরে রাত ৩টা ৫০ মিনিটে সীতাকুণ্ড থানা পুলিশের সহযোগিতায় ইমরুলকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৬ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় আছে।