ই-পেপার | শুক্রবার , ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাগল বাঁচাতে সেপটিক ট্যাংকে নেমে কলেজছাত্রের মৃত্যু

বিশেষ প্রতিবেদক,লালমনিরহাট:

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ছাগল বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংকে নেমে নুর আমিন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তার ভগ্নিপতি জাহেদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মে) রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের পুব সারডুবী এলাকায় এ ঘটনা ঘটে।

নুর আমিন ওই এলাকার মতিয়ার রহমান মতির ছেলে এবং বড়খাতা বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন সেপটিক ট্যাংকে একটি ছাগল পড়ে যায়। সেই ছাগলটি উদ্ধারে প্রথমে জাহেদুল ইসলাম সেপটিক ট্যাংকে নেমে আটকে পড়ে যান। পরে ভগ্নিপতি জাহেদুলকে উঠাতে সেপটিক ট্যাংকে নেমে পড়েন নুর আমিন। এ সময় তিনিও আটকা পড়েন। পরে খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর আমিন মারা যান। আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জাহেদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।