ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার-চট্টগ্রাম রেল প্রকল্পে এডিবি দিচ্ছে ৪৪০০ কোটি টাকা

বিশেষ প্রতিবেদক:

চট্টগ্রাম-কক্সবাজার রেল প্রকল্পে ৪০ কোটি ডলার বা প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এজন্য একটি ঋণচুক্তি সই হয়েছে। চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এডিবির বাংলাদেশ মিশনের অফিসার ইনচার্জ নিয়াগবো নিঙ্গ।

এডিবির এ ঋণ ৫ বছরের রেয়াতকালসহ ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। ঋণের সুদের হার হবে ইউরোর (লন্ডন ইন্টার ব্যাংক ওফারর্ড রেট) এর সঙ্গে শূন্য দশমিক ৫ শতাংশ ও ম্যাচুরিটি প্রিমিয়াম শূন্য দশমিক ১ শতাংশ। আরও আছে অবিতরণ করা ঋণের উপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ।

ইআরডি সূত্র জানায়, সাউথ এশিয়ান সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন কক্সবাজার-চট্টগ্রাম রেলওয়ে প্রজেক্ট, ফেইজ-১, ট্রান্স ৩ এর আওতায় এ ঋণ দিচ্ছে এডিবি।

বাংলাদেশ সরকারের ফাস্ট-ট্র্যাকভুক্ত এ প্রকল্পের আওতায় দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ দশমিক ৮৩ কিলোমিটার নতুন সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ করা হবে।

এতে পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে রেলযোগাযোগ স্থাপন হবে। এ ছাড়া যাত্রী ও মালামাল পরিবহনে বাংলাদেশ রেলওয়ের অংশীদারিত্ব বাড়বে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪