ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ার নতুন এসি ল্যান্ড নুর পেয়ারা বেগমের যোগদান

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়া উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

এসময় পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাশেল, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমানসহ আরও অনেকই উপস্থিত ছিলেন।

নুর পেয়ারা বেগম (১৮৮৮৫) কে পেকুয়ার নতুন এসি ল্যান্ড সহকারী কমিশনার (ভূমি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পেকুয়ার নতুন এসি ল্যান্ড পদে নিয়োগ পাওয়া নুর পেয়ারা বেগম বিসিএস (প্রশাসন) ৩৮ তম ব্যাচের সদস্য। বিসিএস (প্রশাসন) ৩৮ তম ব্যাচে নুর পেয়ারা বেগমের মেধাক্রম ১৫ তম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে একজন ব্যাংকার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। নুর পেয়ারা বেগম এর স্বামী সাদাত হোসেনও বিসিএস (প্রশাসন) ৩৮ তম ব্যাচের একজন সদস্য। এর আগে নুর পেয়ারা বেগম চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন।