ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক , ঢাকা :

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো—ঢাকা-১০, মাগুরা-১ ও ২।

শনিবার (১৮ নভেম্বর) তার পক্ষে একজন প্রতিনিধি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

শনিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফরম প্রতি নেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা। ২১ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন কেনা ও জমা দেওয়া যাবে।