সেলিম উদ্দীন, ঈদগাঁও, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া উপজেলা খুটাখালীতে চলন্ত ট্রেনে কাটা পড়ে ১৪ বছরের কিশোরী জান্নাতুল ফেরদৌস আনিকা নিহত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) ভোর ৬ টার দিকে খুটাখালী ৩নং ওয়ার্ড রেল লাইনে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী খুটাখালীর মেধাকচ্ছিয়া ৩নং ওয়ার্ড এলাকার শহিদুল্লাহর মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আওয়াল জানান, সেহেরি খাওয়ার পর নামাজ শেষ করে রেল রাস্তায় হাঁটতে যায় কিশোরী জান্নাতুল ফেরদৌস। এসময় চট্টগ্রাম থেকে কক্সবাজার মুখী ট্রেনে কাটা পড়ে কিশোরর মৃত্যু হয়।
এদিকে গেলো রোববার ডুলাহাজারায় ক্রসিংয়ে গাছ বোঝায় নসিমন আটকে পড়ে রেলের সাথে সংঘর্ষ হয়। অল্পের জন্য রক্ষা পেয়েছে অনেক প্রাণ। এছাড়াও উপজেলার বরইতলিতে মো:শাহ আলম নামে এক ব্যক্তি নিহত হয়।
চকরিয়া ডুলাহাজারা ষ্টেশন মাস্টার আব্দুল মান্নান চৌধুরী জানান, দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।