ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মোহনগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি :

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টিমানে’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত হয়েছে। এক সপ্তাহব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটি বাস্তবায়ন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. অলক কান্তি তালুকদারের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. জান্নাতুন্নেছা চাঁদনী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল্লাহ, প্রমুখ।

এছাড়া মেডিকেল অফিসার ডা. মারুফ উল আলম তালুকদার, ডা. নিগার সুলতানা তন্বী, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আলমগীর হোসেনসহ সকল সেকমোবৃন্দ, সিনিয়র স্টাফ নার্সসহ সকল ও স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের আলোচনায় পুষ্টিমান বজায় রেখে খাবার গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।