ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরের আদর্শ পাড়া থেকে ১০জুয়াড়ী কে নগদ টাকা সহ আটক

চট্টগ্রাম অফিস:

চট্টগ্রাম মহানগর সিএমপির বন্দর থানাধীন এসআই (নিঃ) মোঃ ফয়সাল সরোয়ার সঙ্গীয় ফোর্স ইসহাক ডিপো আদর্শ পাড়া মোড়স্থ ডিপোর ম্যাচঘরে পুলিশি অভিযানে ১০জুয়াড়ী কে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ আটক করেছেন বলে জানায় থানা পুলিশ।

আটক কৃতরা হচ্ছেন। হুমায়ুন কবীর (৩৬), ২। মো: হাশিম (৩৫), ৩। মো: ফারুক (৩৬), ৪। আরাফাত (২৬), ৫। মো: বাবু (২৯), ৬। মো: রাকিবুল হাসান (২৮), ৭। মো: মাসুদ (২৩), ৮। মো: ওসমান আলী (২৬), ৯। মো: আরিফ (২৩) ও ১০। সাজ্জাদ হোসেন (২৩)।

আটককৃতদের বিরুদ্ধে সিএমপি বন্দর থানার অধর্তব্য মামলা নং-৩০, তারিখ ২৯ শে মার্চ দায়ের করে বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান।