ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা নির্বাচন পরিদর্শনে সিএমপি পুলিশ কমিশনার

সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও অ্যাডিশনাল আইজিপি কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) আজ ৮ মে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্র সরজমিনে গিয়ে পরিদর্শন করেছেন ।

তিনি অনুষ্ঠিতব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে নগরীর আকবরশাহ থানাধীন লতিফপুর উচ্চ বিদ্যালয় ও লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-কেন্দ্র পরিদর্শন করেন ।

পরিদর্শনকালে তিনি নির্বাচনের সার্বিক নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

 

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ) আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।