ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

ইয়াসমিন মুন্নী, কক্সবাজার :

কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকায় মায়ের সাথে অভিমান করে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (২৭ নভেম্বর) রাত ৯টায় ১নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আকতার কামাল আযাদ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবদিয়াপাড়ার মিজানুর রহমানের মেয়ে সালমা আক্তার (১২) মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে। রাত ৯টার দিকে খাবার খাওয়ার পর সবাই ঘুমুতে যায়। সেই সুযোগে সালমা সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অকালে ঝরে পড়া শিশুটি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

 

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) কাইছার হামিদ বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।