ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ-জামাত কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল আযহার প্রধান নামাজ গতকাল২৯ জুন বৃহস্পতিবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নগরীর বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। পবিত্র ঈদুল আযহার প্রধান জামাতে নামাজ আদায় করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান,মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মোঃ বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদ কামাল, সিনিয়র সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সেক্রেটারী জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিম, সিজেকেএস’র অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শামীম, বিভাগীয় ও জেলা প্রশাসনের মুসলিম নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং সর্বস্তরের কর্মচারীসহ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীগণ। নামাজ শেষে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ অন্যান্যরা।

 

এদিকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরীর ডিসি হিলস্থ সরকারী বাংলোতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক। এসময় ঈদের আনন্দে ভরপুর হয়ে উঠে ডিসি’র বাংলো।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা ২৪: