ই-পেপার | শনিবার , ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে কেন্দ্রের পাশ থেকে ইউপি চেয়ারম্যানের গাড়ি জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচন কমিশনের অনুমোদনবিহীন গাড়ি নিয়ে ভোট কেন্দ্রের আশেপাশে ঘোরাফেরা করায় ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সমেশপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে গাড়িটা জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) আদনান মোস্তাফিজ জানান, নির্বাচনের দিন ভোট কেন্দ্রের আশেপাশে অনুমোদনহীন গাড়ি নিয়ে ঘোরাফেরা আচরণবিধির লঙ্ঘন।

সমেশপুর কেন্দ্রের পাশে ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের গাড়ি রাখা ছিল। এ সময় তার গাড়িটি জব্দ করা হয়েছে।