ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে” ভূমিদ”স্যুদের ‘নির্যা’তনের শিকার অসহায় আলেম’র বসতভিটা “দখলের” অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

রামু উপজেলার রাজারকুল ঢালারমুখ এলাকায় মাতৃকসুত্রে প্রাপ্ত অসহায় আলেম পরিবারের খতিয়ানভুক্ত জমি জোরপূর্বক জবর দখলের ষড়যন্ত্রের অভিযোগে রামু উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দাখিল করেছেন।

 

গত সোমবার ফতেখাঁরকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ দ্বীপ ফতেখাঁরকুল এলাকার মোঃ শহিদুল্লাহ রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়ার ঢালারমুখ এলাকার ১২ জনসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের সন্ত্রাসীর বিরুদ্ধে এ অভিযোগ দাখিল করেন। রামু সহকারী কমিশনার ভূমি বরাবরেও অনুলিপি প্রদান করেছেন।

 

রামু থানায় এজাহারসহ আসামীদের গ্রেফতারে রবিবার ৫ মে সংবাদ সম্মেলনও করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগে সুত্রে জানা গেছে নির্যাতনের শিকার মাওলানা হাফেজ রশিদ আহমদ মেরংলোয়া রহমানিয়া ইসলামীয়া আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক ও মাওলানা হাফেজ মোঃ শহিদুল্লাহ রামু পঞ্জেগানা মসজিদের ইমামসহ খতিব ও মাদরাসা শিক্ষক। তারা রামু উপজেলার রাজারকুল ঢালারমুখ মাতৃকসুত্রে প্রাপ্ত বসতভিটা রক্ষা করতে গিয়ে ভূমিদস্যু ও অবৈধ দখলদারদের হামলার শিকার হয়েছেন।

২৮ এপ্রিল বিকালে রাজারকুল ঘোনারপাড়ার ঢালারমুখ বাদির বসতভিটায় এ হামলার ঘটনাটি ঘটে। এঘটনার বিষয়ে স্থানীয় পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার হলে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

 

অভিযোগে সুত্রে আরো জানা গেছে মাতৃকসুত্রে প্রাপ্ত রাজারকুল ঢালারমুখ জমি নিজবাড়ি থেকে দুরে হওয়ার রক্ষণাবেক্ষনের জন্য জয়নাল আবেদিন বসবাস করেন ওই বসতভিটায়।

ভূমিদস্যু বুলবুল আকতার ও ফেরদৌসের নেতৃত্বে বসতভিটায় অনধিকার প্রবেশ করে একদল সন্ত্রাসী বসতভিটা জবরদখলের উদ্দেশ্যে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘর ভাংচুর ও তার বড় ভাই জয়নাল আবেদিনকে মারধর করে বাড়ির মালামাল লুঠের সংবাদ পেয়ে মোঃ শহিদুল্লাহ ও রশিদ আহমদসহ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি লাথি, কিল, ঘুষি মেরে তলপেট ও বুকে মারাত্মক জখম করে। তাদের পকেটে থাকা ৮ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনাইয়া নেয়। মালামাল লুঠ করে ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

৯৯৯ নম্বরে খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল হতে অভিযুক্তদের কবল হতে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।

অসহায় আলেম পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী এবং আসামিদের গ্রেফতারে সংসদ সদস্য ও হুইপ সায়মুম সরওয়ার কমলের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।