ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে ৩৫ হাজার ইয়াবা জব্দ করলো কোস্টগার্ড

কক্সবাজার অফিস :

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রোববার (৫ মে) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল ভোররাত ৪ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলাপাড়া এলাকার ঝাউবন সংলগ্ন নাফ নদীর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময়একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা টর্চ ও বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়। পরে বোটে অবস্থানরত ব্যক্তিরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি রেখে দ্রুত ঝাউবনে পালিয়ে যায়। পরে ওই বোটটি তল্লাশি করে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।