ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে জব্দ গাড়ির নিলাম অনুষ্ঠিত

শওকত আলম, কক্সবাজার :

 

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর নিলাম কমিটি কর্তৃক উখিয়া থানা কম্পাউন্ডে উখিয়া ও টেকনাফ থানায় বিভিন্ন জিডি মূলে জব্দকৃত গাড়ীর প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত রোববার হয়েছে।

 

নিলাম কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা, সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের উপস্থিতিতে বিভিন্ন প্রকার যানবাহন প্রকাশ্যে নিলামে বিক্রয় করা হয়।

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী নিলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করেন।

 

অনুষ্ঠানে নিলামে অংশগ্রহণকারীসহ উল্লেখযোগ্য সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ নিলাম ডাককারীদেরকে ৯ টি গাড়ির মালিকানা হস্তান্তর করা হয়।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪