ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ

কক্সবাজার অফিস :

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সকলের মনোনয়ন ফরম বৈধতা পেয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তিনজন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে তিনজন।

রোববার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়ন ফরম যাচাই বাছাই করা হয়।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। ইতোমধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে টেকনাফ থেকে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- চেয়ারম্যান পদে নুরুল আলম, জাফর আহমদ ও দিদার মিয়া।

ভাইস চেয়ারম্যান পদে- সরওয়ার আলম, আবু ছিদ্দিক ও রফিক উদ্দিন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে- তাহেরা বেগম, গোলাপজান আক্তার ও মরজিনা আক্তার।

তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল রবিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে ২৯ মে।