ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় ২ কেজি গাজাসহ দুই মাদক কারবারি আটক

সালেহ আহমদ স’লিপক, সিলেট :

 

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ২ কেজি গাজাসহ চন্দন গৌড় প্রকাশ দাদুয়া (২৭) এবং রামলাল মালা (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদারসহ পুলিশের একটি দল ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার টু হিঙ্গাজিয়া চা বাগান রোডের মোস্তাক আহমেদের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

 

এসময় আটককৃত ব্যক্তিদ্বয়ের নিকট থেকে ২ কেজি গাজা উদ্ধার করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪