সালেহ আহমদ (স‘লিপক):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুরের মরহুম ময়না মিয়া প্রকাশ ময়না পীর (রহ.) এর ছোট মেয়ে আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) সদস্য এবং বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সদস্য স্বাস্থ্যকর্মী তাসলিমা বেগম এর শুভ বিবাহ একই উপজেলার মির্জাপুর ইউপিস্থ পাহাড়তলী গ্রামের আরমান মিয়ার তৃতীয় ছেলে প্রবাসী রেমন মিয়ার সাথে রবিবার (১৪ এপ্রিল) কনের পিত্রালয়ে সম্পন্ন হয়েছে।
বিবাহ অনুষ্ঠানে মির্জাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আয়মন আলী, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার জাহানারা বেগম, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) আহ্বায়ক সাংবাদিক কবি সালেহ আহমদ (স‘লিপক), ইসলামে অনিয়ম দূর্নীতি প্রতিরোধ আন্দোলনের অন্যতম সদস্য বকশি আনিছুজ্জামান (বাবুল), বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সদস্য মাল্যশ্রী তামান্না, ডা. আব্দুস সুবহান, ব্যবসায়ী শাহ্ শফিকুর রহমান, সমাজসেবক আসাদুজ্জামান স্টিফেন, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) পরিবারবর্গ, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা পরিবারবর্গ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মী এবং বর ও কনের আত্মীয়-স্বজন সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা নব-দম্পতির উজ্জ্বল ভবিষ্যৎ ও সুখী দাম্পত্য জীবন কামনা করেন।