নিজস্ব সংবাদদাতা :
কক্সবাজারের রামু উপজেলায় বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় তরমুজের আগাম দেখা মিললেও দাম কিন্তু চড়া। একেকটা তরমুজের দাম হাঁকানো হচ্ছে ৪০০ টাকা থেকে ৭০০ টাকা। সব ফলের দাম বাড়তি হলেও তরমুজের দামও পাল্লা দিয়ে বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা।
চলতি রমজান মাসে রাতে একটু হালকা শীত থাকলেও দিনে গরম বেড়ে যাওয়ার সুযোগ কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা তরমুজের অতিরিক্ত দাম নিচ্ছে।
এখনো তরমুজের মৌসুম না হলেও লাল রঙ ও মিষ্টি গ্যারান্টি দিয়ে বিক্রি করছেন বিক্রেতারা। সবখানে তরমুজ পিস হিসেবে বিক্রি হচ্ছে।
তরমুজ কিনতে আসা সাদিকুর রহমান বলেন, ২০০ টাকার তরমুজ ৪০০ টাকা আর ৩০০ টাকার তরমুজ ৬০০ টাকা দাম হাঁকাচ্ছে বিক্রেতারা। তিনি বলেন, ৪০০ টাকায় একটা ছোট তরমুজ কিনেছি ইফতারের জন্য, যেটি অন্য সময় ১৫০-২০০ টাকায় বিক্রি করে।