ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কল্যাণ সমিতি চট্টগ্রাম’র কার্যকরী কমিটি গঠিত

নিজস্ব সংবাদদাতাঃ

 

যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলায় কর্মরত কর্মকর্তাদের সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নিদের্শনা অনুযায়ী তিন সদস্যের নির্বাচন কমিশনের সাবিক তত্ত্বাবধানে গত ২৩ জানুয়ারি চট্টগ্রাম জেলার উপ-পরিচালকের কার্যালয়ে ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কল্যাণ সমিতি’র নতুন কার্যকরী কমিটি গঠনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

এতে মো. সামছুল আলমকে সভাপতি, মো. মাহবুব উল আলম, মো. মোসলেম উদ্দিন চৌধুরী ও নাজমুল হক মীরকে সহ সভাপতি, মো. আরফ আলী চৌধুরীকে সাধারণ সম্পাদক, মো. মাইনুল আহসান ও পাপড়ি সেন গুপ্তাকে সহ-সাধারণ সম্পাদক, মো. নুরুল আলমকে অর্থ সম্পাদক, মো. ইসমোয়েল খানকে সাংগঠনিক সম্পাদক, সমর রঞ্জন নাথকে দপ্তর সম্পাদক, মো. আসাদুল আলমকে প্রচার সম্পাদক এবং সৈয়দ মো. বেলাল, মো. আবদুল হালিম, মো. আতিকুর রহমান, মো. আকতার হোসেন, মাদুল বড়ুয়া ও শেলী বড়ুয়াকে কার্যকরী সদস্য রেখে মোট ১৭ জন বিশিষ্ট সদস্য নিয়ে আগামী ২০২৪-২৬ তিন বছরের জন্য ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কল্যাণ সমিতি চট্টগ্রাম’র কার্যকরী কমিটি গঠন করা হয়।