ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদক বিক্রি করে সাগরের দৈনিক লাখ টাকা আয়, অবশেষে ডিবির জালে আটক

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

সাগর ছিল ট্রাকের হেলপার। হঠাৎ পেয়ে যায় মাদক বিক্রির ‘জাদুর কাঠি’। মাদক বেচে এক ঘণ্টায় যে আয়, গতর খেটে ট্রাকে হেলপারি করে পুরো মাসের মাইনেও সেটার সমান হয় না। টাকার এই মোহ সাগরকে টানে অন্ধকার ভুবনে। মাদকের জাল পেতে রাতারাতি বনে যায় সন্ত্রাসী। তিনজন দিয়ে শুরু, এখন ৫০ জনের সন্ত্রাসী দল। মানুষের হাত কেটে নেওয়া, চাকু মারা, অপহরণের পর মুক্তিপণ– তাদের নিত্যদিনের কাজ। ময়মনসিংহে দাপিয়ে বেড়ানো কিলার গ্রুপটিই এখন ভয়ংকর।

 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন এর দিকনির্দেশনায়, এসআই মাহফুজুর রহমান অভিযান পরিচালনা করে জেলার ত্রিশাল থানাধীন দরিরামপুর এলাকার নজরুল একামেডি মার্কেট এর জনৈক আজিম উদ্দিন এর পানের আড়ৎ এর সামনে ফাঁকা জায়গায় থেকে ২৩ এপ্রিল ২০২৪ তারিখ ১৭.৪৫ ঘটিকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সাগর মিয়া (২২), কে গ্রেফতার করা হয়।

 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। উদ্ধারকৃত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।