ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ,১৭জনের মনোনয়নপত্র দাখিল

রিংকু রায়,মোহনগঞ্জ, নেত্রকোণা

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন মনোনয়নপত্র জমা দেন। উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, আমিনুল ইসলাম খান সোহেল, মোঃ মজিবুর রহমান ও মাসুদ পারভেজ জুয়েল চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে সহকারী রিটার্নিং অফিসার জহিরুল হক জানিয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আবুল খায়ের তালুকদার মিলন, রুহুল আমীন নগরী, মোঃ জুনায়েদ হোসেন, মোঃ আব্দুল মোতালিব, মোহাম্মদ উমর ফারুক, মোঃ মাসুদ মিয়া, মোঃ নজরুল ইসলাম খান, মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী রুবেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শান্তা আক্তার, কামরুন্নাহার বুলবুল, হেলেনা আক্তার হেনা, সালমা আক্তার শিল্পী, নাছিমা আক্তার লিপি মনোনয়নপত্র দাখিল করেন। মোহনগঞ্জে ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।