ই-পেপার | রবিবার , ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হকারমুক্ত ফুটপাতের দাবিতে মানববন্ধন

আবুল ফয়েজ চৌধুরী, চট্টগ্রাম :

 

বন্দরনগরী চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে ৪ মার্চ সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত সকল দোকান ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করে। রিয়াজুদ্দিন বাজার ছাড়াও টেরিবাজারের দোকান মালিক ও কর্মচারীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

গত একমাস আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন রিয়াজুদ্দিন বাজারের চারপাশের সকল হকার উচ্ছেদ করে। এতে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারও মতে এতে অনেক লোক কর্মসংস্থান হারাবে, আবার কারও মতে হকারমুক্ত ফুটপাত হলে পথচারীদের চলাচলে সুবিধা হবে।

 

কিছুদিন আগ থেকে রাস্তার পাশে আবার হকার বসা শুরু করলে বণিক সমিতির টনক নড়ে। তাই তারা ওই মানববন্ধন আহবান করেন। এসময় বণিক সমতির নেতাদের কণ্ঠে রাস্তায় হকার বসা নিয়ে তীব্র প্রতিবাদ ব্যক্ত করা হয়৷

 

তারা বলেন, যেকোনো মূল্যেই বাজারের চারপাশের রাস্তা হকারমুক্ত করা হবে।