ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে দুইজন মাদক কারবারী ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

 

শনিবার ২৪ জুন ঝিমংখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ঝিমংখালী পূর্বপাড়ায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার খবর পেয়ে কক্সবাজার এর সিপিএসসি একটি চৌকস আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের আটক করে। গ্রেফতারকৃতদের রক্ষিত শপিং ব্যাগ তল্লাশী করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৬টি মোবাইল ফোন ও ৮টি সিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার হাফেজ আহমদের পুত্র জাহেদ হোসনে (২৮) ও একই ইউনিয়নের কাদের হোসেনের পুত্র মো: নাসির উদ্দিন (২৬)।

 

উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।