ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজারের রামু উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা সম্পন্ন হয়েছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার সদর,- ঈদগাঁও আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

সোমবার ২৯ এপ্রিল সকালে উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্বাস্থ্য কর্মকতা ডাঃ নোবেল কুমার বড়ুয়া, রামু থানা অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান, সাংবাদিক আমীর হোসাইন হেলালী, নুরুল ইসলাম সেলিম, নীতিশ বড়ুয়া।

মাসিক আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় রামু উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, এনএসআই, ডিজিএফআইসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।