ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাথে তৃণমূল বিএনপি’র প্রার্থীর মতবিনিময়

এস.পি.সেবু ,বিশ্বনাথ(সিলেট):

বিশ্বনাথে সাংবাদিকদের বৃহত্তম সংগঠন “বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের” সাথে সোনালী আঁশ প্রতিকের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -২ (বিশ্বনাথ-উসমানী নগর) আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক জাতিসংঘ মিশনে কর্মরত খানবাহাদুর ড. এ.এম. মান্নান খান আজ ১৩ ই ডিসেম্বর বুধবার বাদ সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এক মতবিনিময় করেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ড.মান্নান খান মতবিনিময় সভায় তার বক্তব্যে বলেন, আমার মা সব সময় বলতেন মানুষের সেবা করো। অসহায় মানুষের পাশে দাড়াও। তাই আমার মায়ের কথা রাখতেই নির্বাচনে অংশ নিয়েছি। যদি সিলেট-২ আসনের মানুষ আমাকে সেই সুযোগ দেন, আর আমি নির্বাচিত হই, তাহলে আমি বিশ্বনাথ-ওসমানীনগরের চেহারাটা বদলে দিতে কাজ করবো।

তিনি বলেন, এমনিতেই আমি আমার প্রতিষ্ঠিত দুটি ফাউন্ডেশনের মাধ্যমে সেবা করে যাচ্ছি। আমি এমপি নির্বাচিত হলে, আরও ব্যাপকভাবে অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করবো। আর এই আসনে সুষ্টু ভোট হলে আমি শতভাগ বিশ্বাস করি, আমিই নির্বাচিত হবো। কারণ আমার সাথে যারা প্রার্থী হয়েছেন তারা বেশিরভাগই বিগত দিনে জনবিচ্ছিন্ন ছিলেন। তাদেরকে ভোট দিয়ে জনগণ দেখেছে, তারা কি করেছেন। তারা জনগনের ভাগ্য উন্নয়নে কিছুই করতে পারেননি। তাই জনগন তাদেরকে আর ভোট দিবে না।

তিনি আরো বলেন, আমার এই সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম.ইলিয়াস আলী আজ নিখোঁজ, তিনি কোথায় আছেন আমরা কেউ জানিনা। ইলিয়াস ভাই ফিরে আসবেন আমি প্রত্যাশা করি। ইলিয়াস ভাই এমপি হয়ে বিশ্বনাথ ওসমানী নগর ও বালাগঞ্জের যে উন্নয়ন করেছেন তা জনগনের হৃদয়ে আছে সর্বদা। আমি চাই এই আসনে যদি আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তাহলে আমি উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। আমি নির্বাচনে বিজয়ী হলে আমার প্রাপ্ত বেতনটাও আমি আপনাদের কল্যাণে বিশ্বনাথ ওসমানীনগরের জনগনের জন্য ব্যয় করবো এটাই আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমার প্রতিশ্রুতি।

তিনি ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রতীক সোনালী আঁশ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদেরকে আহবান জানান। এছাড়াও তার বার্তাটা এই আসনের সকলের কাছে পৌছে দেয়ার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তৃণমূল বিএনপি’র সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ও সুপ্রীমকোর্টের আইনজীবী এডভোকেট কবির আহমদ বাবর, এডভোকেট আয়েশা সিদ্দিকা ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।