ই-পেপার | বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

মোঃ জয়নাল আবেদীন টুক্কু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে আসেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) সকাল ৯ টায় ঢাকা থেকে বিমান যোগে ককসবাজার পৌঁছেিন সেখান থেকে বেলা ১১ টায় নাইক্ষ্যংছড়িতে এসে পৌঁছান।

 

পৌঁছেই তিনি প্রথমে ১১ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে বিজিবির কার্যালয় পরিদর্শন করেন। বেলা সাড়ে ১১ টায় তিনি মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা মিয়ানমার জান্তা বাহিনীর সদস্য বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে আশ্রিত ২৬৪ মিয়ানমার জান্তা বাহিনীর সদস্যদের খোঁজখবর নেন। বেলা ১২ টার পরে তিনি ১১ বিজিবির অধিন চাকঢালা বিওপি ( বর্ডার অবজারবেশন পোস্ট)পরিদর্শনে যান।

 

এ সময় তিনি মিয়ানমার সীমান্তে জান্তা বাহিনীর পালিয়ে আসার স্পট গুলোর বিষয়ে খোঁজ খবর নেন। এছাড়াও তিনি সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেন। বেলা ২ টায় তিনি পুনরায় ককসবাজার ফিরে যাওয়ার কথা রয়েছে।

 

এ সময় তার সাথে বিজিবি স্থানীয় রিজিয়ন,সেক্টর ও তার অধিনস্থ বিজিবি ব্যাটালিয়নে কর্মকর্তারা সাথে ছিলেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট