ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারের রামুতে বৃষ্টি জন্য ইসতিসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

প্রখর রোদ ও তীব্র দাবদাহের হাত থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন কক্সবাজারের রামু চাকমারকুল কলঘর এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

 

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার সম্মেলন মাঠে এ নামাজ আদায় করা হয়।

 

নামাজ শেষে খুতবা পাঠ ও বিশেষ দোয়া করা হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস ও শিক্ষা পরিচালক মাওলানা আবদুল্লাহ।

 

নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, বর্তমানে যে বৈরী আবহাওয়া বিরাজ করছে এর থেকে পরিত্রাণের জন্য আজকের এ নামাজে উপস্থিত হয়ে আল্লাহর দরবারে রোদ, তাপদাহ ও অনাবৃষ্টি থেকে পরিত্রাণের আশায় এ নামাজ আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গুনা মাফ করে দিয়ে রহমত নাজিল করবেন এবং রহমতের বৃষ্টি দান করবেন।