ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলী উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

ওসমান হোসাইন, কর্ণফুলী, চট্টগ্রাম।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুক্রবার (২৩ জুন) এ জে চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে কর্ণফুলী উপজেলা প্রথম উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্ধোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন চরলক্ষ্যা একাদশ বনাম জুলধা ইউনিয়ন একাদশ। উদ্ধোধনী খেলায় জুলধা একাদশ ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারায় চরলক্ষ্যা একাদকে।

টুনার্মেন্ট এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারক চৌধুরী।

টুর্নামেন্টের উদ্ধোধনে তিনি তার বক্তব্যে সূচনা কালে বলেন জননেত্রী শেখ হাসিনা একজন ক্রীড়া বান্ধব প্রধান মন্ত্রী।
তৃনমূল থেকে খেলোয়াড় সৃষ্টিই এ টুর্নামেন্ট এর লক্ষ্য। খেলাধুলার চর্চার মাধ্যমে তরুন সমাজকে মাদকমুক্ত করতে হবে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ও টুর্নামেন্ট কমিটির সভাপতি মামুনুর রশীদ সভাপতিত্ব ও কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালায় টুর্নামেন্ট উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোলায়মান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির আহমদ, ফারহানা মমতাজ, সহকারি কমিশনার(ভূমি) পিষুষ কুমার চৌধুরী , কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, জসিম উদ্দিন চৌধুরী,শাহ আলম, জালাল আহমদ রফিক আহমদ, হারুনউর রশিদ, কামাল আহমদ রাজা, রফিক আহমদ চেয়ারম্যান, আবদুল মান্নান খান, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ সাজিদ কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দিন মানিক, আর্দশ মুছা, এম এ রহিম ও ফরহাদ হোসেন প্রমুখ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪