ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

রিপোর্ট: বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী

 

নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুরে বৃহস্পতিবার দুপুরে একটি বাড়ির নির্মানাধীন বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

একটি বাড়ির সয়েল টেষ্ট করার সময় একটি লোহার পাইপ পল্লী বিদ্যুতের ৪৪ হাজার ভোল্টের তারের সাথে সংযুক্ত হলে শ্রমিক রিয়াজ, সাকিল ও কামরুল বিদ্যুতায়িত হয়ে পড়েন।

এসময় তাদেরকে এলাকাবাসীর সহযোগিতায় প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে ও পরে বেগমগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত দুই জনের বাড়ি নোয়াখালী ও একজনের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।