ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার শহরে জোবায়দা নামের একজন হিজড়া ইয়াবাসহ গ্রেফতার

নুর মোহাম্মদ, কক্সবাজার:

 

কক্সবাজার পৌর শহরের সুগন্ধা এলাকায় অভিযান চালিয়ে একজন মাদককারবারী গ্রেফতার করেছে ডিএনসি। এসময় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক তায়রিফুল ইসলাম’র নেতৃত্বে রবিবার ১৭ মার্চ ককসবাজার পৌরসভার সুগন্ধা বীচ এলাকায় অভিযান পরিচালনা করে একজন হিজড়া সম্প্রদায়ের ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার করে।

 

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান, সুগন্ধা এলাকা হতে মোঃ জোবায়ের প্রকাশ জোবায়দা (৫০) নামের একজন হিজড়া ইয়াবা ব্যবসায়িকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন।

 

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসির) উপ-পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম বিজয় বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান।

 

মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন ওই কর্মকর্তা।