ই-পেপার | মঙ্গলবার , ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাটিরাঙ্গায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এএম ফাহাদ, খাগড়াছড়ি:

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কেএম দাস লেনের ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটির জন্ম হয়। প্রতিষ্ঠার পর থেকেই বাঙালির অধিকার আদায়ের সব আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

শুক্রবার (২৩ জুন) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খানের সভাপতিত্বে আনন্দ র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল ৮টায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনটির সূচনা করা হয়।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হিরন জয় ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আলী হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ ফরাজি, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি নাছির উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তসলিম উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক আবু তালেব, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন আহমেদ, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাদাত হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহিন আলম সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের গৌরবময় সাত দশকের ইতিহাস বাংলাদেশেরই ইতিহাস। এ দেশের প্রতিটি গৌরবময় অর্জন আওয়ামী লীগের হাত ধরেই। ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, ধারাবাহিক আন্দোলনের পথ বেয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, বাঙালি জাতি ও আওয়ামী লীগের সর্বশ্রেষ্ঠ অর্জন। স্বাধীনতার পর থেকে দেশ বিরোধীদের ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস্তুপ থেকে উঠে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।

 

এইচ এম কাদের,সিবিএনএন বাংলা২৪