ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হলেন কোতোয়ালি থানার; আনোয়ার হোসেন

মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ:

ময়মনসিংহ জেলায় সোমবার (২২ এপ্রিল ২০২৪) তারিখ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

গুরুত্বপূর্ণ ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার এবং খুনের মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করায় ময়মনসিংহ কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

 

ময়মনসিংহ কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

 

পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন সিএনএন বাংলা২৪কে বলেন, “এই সফলতা অর্জনের পেছনে জেলা পুলিশ সুপার, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ থানা পুলিশের সদস্যের অকান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভালো কাজ করতে আরও উৎসাহী করবে। ”ভবিষ্যতেও মানবিক ও সেবামূলক ভালো কাজ করার কমিটমেন্ট ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।