ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার শহরে ৩৩৫০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিএনএন বাংলা:
কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্র এলাকা থেকে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। র‌্যাব-১৫ এর একটি দল ২৬ মে শুক্রবার বিকেল তিনটার দিকে এই অভিযান চালায়।

গ্রেফতার মাদক কারবারিদ্বয় হলেন- টেকনাফ উপজেলার রঙ্গিখালি এলাকার মৃত আবুল হাশিমের পুত্র রবিউল আলম (২৫) ও মৃত আবুল মনজুরের পুত্র আবদুল মোনাফ (২৪)।

র‌্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এইচ এম কাদের সিএনএন বাংলা২৪