ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে চিকিৎসকসহ দু’জনকে অপহরণ

কক্সবাজার অফিস :

কক্সবাজারের টেকনাফে সিএনজি অটোরিকশা থামিয়ে পল্লী চিকিৎসকসহ দু’জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর ঢালার মুখে এই ঘটনা ঘটে। অপহৃত দুই জনের একজন উখিয়া উপজেলার থাইংখালী এলাকার জাকের হোসেনের ছেলে জহির উদ্দিন (৫২)। তবে অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

অপহরণের শিকার জহির উদ্দিনের ছোট ভাই সাংবাদিক কমরুদ্দিন মুকুল জানান, তার ভাই প্রতিদিনের মতো চেম্বার শেষ করে জরুরি কাজে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে একজন যাত্রীও ছিলেন। পথিমধ্যে শামলাপুর ঢালায় পৌঁছালে ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে সিএনজি ড্রাইভার বিষয়টি পরিবারকে জানায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, শামলাপুর ঢালার মুখ এটি রাতের জন্যে খুবই ভয়ংকর রোড়। মানুষ দিনে এই রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পান। এটি যখন বিপদজনক এরিয়া, রাতে এই সড়ক ব্যবহার করার ক্ষেত্রে মানুষের আরও সচেতন হওয়া দরকার।

অপহরণের শিকার জহির উদ্দিনের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপহৃতদের উদ্ধারে কাজ শুরু হয়েছে। আশা করছি অতি দ্রুত তাদের উদ্ধার করা সম্ভব হবে।