ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একজনকে ”হত্যা”

মোঃ আলমগীর আকাশ,টেকনাফ:

কক্সবাজারে টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে।

 

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউপির মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।

 

নিহত মোহাম্মদ আলম (৪৮) মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

 

এপিবিএন পুলিশসহ স্থানীয়দের বরাতে ওসি ওসমান গনি জানান, শনিবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় এক সালিশী বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। পথে ক্যাম্পের সি-ব্লক, ডি-ব্লক ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছলে ৫/৬ জনের একটি দল তার পথরোধ করে এবং তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় একটি স্কুলের পাশে নিয়ে মাথায় গুলি ঠেকিয়ে আলমকে হত্যা করা হয়।

 

কারা, বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত নয় জানিয়ে ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।