ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার শহরতলির খুরুশকুলে ইজিবাইক চালককে হত্যা

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরতলির খুরুশকুলে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ জুন) সকালে খুরুশকুল আশ্রয় প্রকল্পের পাশ থেকে আজিজ নামের ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন আজিজ। রাত দশটা পর্যন্ত বাড়ি না ফেরায় তার মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সারারাত ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি আজিজের।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নাজমুল হক জানান, সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বিলের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও ক্রাইম সিন টিমের সদস্যরা মিলে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

 

সিআইডির পরিদর্শক মৃতশ্রী বড়ুয়া জানান, মরদেহে শরীরের বুক ও পেটসহ বিভিন্ন স্থানে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে রক্তক্ষরণ হয়ে ওই চালক মারা গেছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪