ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলপুরে নৌকার কর্মীরদের হামলায়,‘স্বতন্ত্র প্রার্থীর তিন কর্মী আহত

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:
ময়মনসিংহ-২ আসনে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায়- স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থক আহত হয়েছেন। ২৯ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে বেলা সাড়ে ৩টার দিকে ফুলপুর কোর্ট বিল্ডিংয়ের সামনে এ ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন, আবুল কালাম (৪৫), মশিউর রহমান (৪০), আনন্দ (২৫)। আহতদের মাঝে আবুল কালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
ময়মনসিংহের ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রতিবেদককে জানান, ফুলপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদারের জানাজায় অংশ নেন নৌকার প্রার্থী গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোওয়ার হোসেন। সেখানে থেকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে অবস্থান নেওয়া নৌকার প্রার্থীর সমর্থকরা হামলা করে। এতে শাহ শহীদ সারোওয়ার হোসেনের তিন সমর্থক আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. আশরাফুল আলম সিয়াম বলেন, আহত তিনজন হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে আবুল কামাল হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।