ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ায় বাসের ধাক্কায় দুইজন নিহত

মুহাম্মদ হেলাল উদ্দিন,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া হারবাংয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় দু;জন বাস যাত্রী নিহত হয়েছে। এসময় আরো চারজন যাত্রী আহত হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মঙ্গলবার (১৮ জুলাই) উত্তর হারবাং ৮নং ওয়ার্ডে সকাল সাড়ে ৬ টার দিকে এ হতাহতের ঘটনাটি ঘটে।

 

 

চকরিয়া চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ শ্যামগ্রাম এলাকার জামাল হোসেনের পুত্র টিপু সুলতান (২২) ও যশোর জেলার শার্শা উপজেলার সুবর্ণখালী এলাকার মো. আবু হাসানের ছেলে তালহা জোবায়ের সাজিদ (২১)।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই ট্রাক (চট্টমেট্রো ১২-০৬৬৯) পেছনে ধাক্কায় দেয় কক্সবাজার অভিমুখী বিসমিল্লাহ পরিবহন নামে একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-১৮৪৬)। তন্মমধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং মাজার গেইট এলাকায় পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

 

খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ, ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাসের দুজন যাত্রীকে মৃত ঘোষণা করেন। চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র জানান, নিহত দুজনের লাশ পুলিশের হেফাজতে আছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪: