ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিককে হত্যাচেষ্টা, কুতুবদিয়া উপজেলা আ.লীগের সভাপতি ভাইসহ গ্রেপ্তার

কক্সবাজার অফিস :

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকায় একটি অসহায় পরিবারের সদস্যদের উপর হামলাসহ তাদের লাশের মাংস খুৃঁজে না পাওয়ার প্রকাশ্যে হুমকির একটি ভিডিও প্রচার করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান। এই ঘটনায় দিনদুপুরে পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলার প্রধান আসামি কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও তার ভাই মুজাহিদুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।

 

ঘটনার এক দিন পর রবিবার (২১ এপ্রিল) ভোরে পুলিশের একাধিক টিম নজর আলী মাতবর পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নজর আলী মাতবর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল )

 

কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের নেতৃত্বে হামলার শিকার হন এশিয়ান টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন ও রূপালী সৈকত প্রতিনিধি মিজানুর রহমান।

 

সাংবাদিক মিজানুর রহমান জানান, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবর পাড়ার মৃত আবুল কাশেম মাতবরের তিনপুত্র কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, তার দুই ভাই আজমগীর মাতবর ও মুজাহিদুল ইসলাম সেলিম এবং তাদের পুত্র আরিফ বিন রিনাস, সানজু রাকিব, মো. মোজাহিদ, মো. নিহাল উদ্দিন,মুহিদুল হাসান হান্নানসহ অজ্ঞাত আরো ১০-১৫ জন পেশাগত দায়িত্ব পালনের সময় হঠাৎ কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এরপর তিনি আর কিছু বলতে পারেননি।

 

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির জানান, সাংবাদিক হত্যাচেষ্টা মামলা কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব এবং তাঁর ভাই মোজাহিদুল ইসলাম সেলিমকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।