ই-পেপার | শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রামগড়ে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় কাপড় জব্দ

আলমগীর হোসেন, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলার রামগড় পিলাকছড়া স্থানে ৪৩ বিজিবির অভিযানে বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ লাচারিপাড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিলাকছড়া স্থান থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় উন্নতমানের কাপড় জব্দ করে। জব্দের মধ্যে থ্রি পিস ২২৮ পিস, লেহেঙ্গা ২৭ পিস, শেরওয়ানি ২ পিস রয়েছে।

 

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত কাপড় বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবেনা। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪