ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সভায় মেহের আফরোজ চুমকি এমপি

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের কর্মীসভা রবিবার (২৩ জুলাই) পাবলিক লাইব্রেীর শহিদ সুভাষ হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

 

জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য দেন সংসদীয় কমিটির সদস্য এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপি।

জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সি,আই,পি, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয়, জেলা-উপজেলা, পৌর সহ সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪